অগ্নিপথ প্রকল্প : ত্রিপুরায় প্রদেশ কংগ্রেসের সত্যাগ্রহ আন্দোলন

আগরতলা, ২৭ জুন (হি. স.) : কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধীতায় আন্দোলনে নেমেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সারা দেশব্যাপী অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলনে প্রদেশ কংগ্রেসও সামিল হয়েছে। সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে টাউন বড়দোয়ালী কেন্দ্রের ব্লক কংগ্রেসের উদ্যোগে এই আন্দোলন শুরু হয়েছে।

এদিন সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত এই আন্দোলন চলেছে। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এই প্রকল্প বাতিল না করা পর্যন্ত দেশব্যাপী সত্যাগ্রহ জারি থাকবে, জানালেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। 

আজ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের প্রভারী পূজা চৌধুরী বলেন, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমেই দেশের যুব সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাঁর কথায়, এই স্কিমের মাধ্যমে যুব সমাজকে নতুনভাবে ভাওতা দেওয়া হচ্ছে। এই সরকার হিন্দুত্ববাদের দিকে শুধু নয়, বরং ব্রাহ্মন্য বিবাদের  দিকে এগোচ্ছে।

তিনি ইতিহাস টেনে এনে বলেন, একটা সময় ছিল যখন  হিন্দুদের হাতে হিন্দুদের হত্যা হয়েছিল। সাড়ে চার লক্ষ হিন্দু হত্যা হয়েছিল বর্গীদের হাতে। তখন ছিল চুক্তিবদ্ধ সৈনিক। প্রাচীন যুগের শোষণকে নকল করছে মোদি, অভিযোগ কংগ্রেস নেত্রী পূজা চৌধুরীর। তাঁর দাবি, দেশের যুব সমাজ চায় স্থায়ী চাকরি। কিন্তু সেটা দিতে পারছে না সরকার। তাই কর্মসংস্থানের নামে তাদেরকে নতুন জালে ফেলছে কেন্দ্রীয় সরকার।

তাঁর কথায়, দেশে ইতিমধ্যেই ১৪ কোটি মানুষের চাকরি চলে গেছে। পেনশন উঠিয়ে দেওয়া হচ্ছে। এমনই পরিস্থিতির মধ্যে চুক্তিবদ্ধ চাকরির মাধ্যমে যুব সমাজকে অন্ধকারে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার বিরোধিতায় সত্যাগ্রহ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ মহিলা  কংগ্রেসের প্রভারী পূজা চৌধুরী।