ঢাকা, ২৫ জুন (হি.স.): পদ্মা সেতু নির্মাণের কৃতিত্ব বাংলাদেশের জনগণকেই দিলেন শেখ হাসিনা। শনিবার পদ্মা সেতু উদ্বোধন করার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণ আমার সাহসের ঠিকানা। সেই সাহস নিয়েই পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। শনিবার সকালে পদ্মা সেতুর উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল দশটা নাগাদ শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান, হেলিকপ্টারে অনুষ্ঠানস্থলে আসেন হাসিনা। শেখ হাসিনার সমাবেশস্থলে এদিন ছিল জনস্রোত।
পদ্মাসেতু উদ্বোধন করার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণ আমার সাহসের ঠিকানা। সেই সাহস নিয়েই পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। শনিবার সকালে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। তিনি বলেন, জাতির পিতা বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে। আমরা সেই মানুষের সহযোগিতায় পদ্মা সেতু নির্মাণ করেছি। মানুষের সহযোগিতায় সঙ্কট উত্তরণ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা করোনাভাইরাস মোকাবিলা করেছি, ইউক্রেন যুদ্ধ মোকাবিলা করেছি।