কোনও বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি, বাড়িতেও দেওয়া হচ্ছে সুরক্ষা : দিলীপ পাটিল

মুম্বই, ২৫ জুন (হি.স.): নিরাপত্তা প্রদান সংক্রান্ত বিষয়ে বিদ্রোহী শিবসেনার বিধায়ক একনাথ শিন্ডের দাবিকে উড়িয়ে দিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল। শনিবার পাটিল জানিয়েছেন, কোনও বিধায়কের নিরাপত্তা তুলে নেওয়ার বিষয়ে না তো মুখ্যমন্ত্রী না তো স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশ দিয়েছে। টুইটারের মাধ্যমে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যে ও ভিত্তিহীন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কোনও বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে বিধায়কদের বাড়িতেও সুরক্ষা প্রদান করা হবে, যাতে তাঁদের পরিবার সুরক্ষিত থাকে।

প্রসঙ্গত, বিদ্রোহী বিধায়কদের পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করার আবেদন জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরকে চিঠি লিখেছেন একনাথ শিন্ডে। পাশাপাশি, চিঠিতে তাঁর অভিযোগ, ‘বিদ্বেষবশত আমাদের শিবিরের ৩৮ জন বিধায়কের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রত্যাহার করেছে মহারাষ্ট্র সরকার।’ এই অভিযোগের প্রেক্ষিতেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, কোনও বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি, বাড়িতেও দেওয়া হচ্ছে সুরক্ষা। অন্যদিকে, মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়কদের সুরক্ষা দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অনুরোধ জানিয়েছেন মহারাষ্ট্রের অমরাবতীর সাংসদ নবনীত রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *