নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে জেড প্লাস নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে সশস্ত্র সিআরপিএফ কমান্ডোদের জেড ক্যাটাগরির নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৮৪ বছর বয়সী যশবন্ত সিনহাকে সুরক্ষা নিশ্চিত করার জন্য সিআরপিএফ-এর ভিআইপি সুরক্ষা শাখাকে নির্দেশ দেওয়ার পরই স্কোয়াড দায়িত্ব গ্রহণ করেছে।
সশস্ত্র জওয়ান, প্রায় আট থেকে দশজন শিফটে কাজ করেন, যশবন্ত সিনহা যখনই দেশের কোথাও যাবেন তখনই তাকে এসকর্ট করা হবে। এর আগে কেন্দ্রের তরফে এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু শুক্রবারই মনোনয়নপত্র পেশ করেছেন। বৃহস্পতিবারই তিনি ওডিশা থেকে নতুন দিল্লিতে এসে পৌঁছান। বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা আগামী ২৭ তারিখ মনোনয়ন জমা দেবেন।