আগরতলা, ২৪ জুন (হি. স.) : নিখোঁজ হওয়ার তিনদিন পর নদী থেকে ভেসে উঠলো ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক যুবকের মৃতদেহ। ত্রিপুরায় সিপাহিজলা জেলায় সোনামুড়া হাসপাতাল চৌমুহনী এলাকার বাসিন্দা আবির লাল ধর তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। আজ তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন। সোনামুড়ায় গোমতী নদীর পাশ থেকে তার জুতো এবং মোবাইল ফোন উদ্ধার হয়েছিল সেদিনই। নিখোঁজ যুবকের কোনো হদিস না পেয়ে খবর দেওয়া হয়েছিল দমকল কর্মীদের। এনডিআরএফ বাহিনীর সদস্যরা বুধবার থেকেই তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
কিন্তু শুক্রবার দুপুর ১২ টা নাগাদ সোনামুড়া গোমতী নদীর জলে তাঁর মৃতদেহ ভেসে ওঠে। এদিকে স্থানীয়দের অভিমত, পারিবারিক অশান্তির জেরে সে আত্মহত্যা করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তবে খুন, আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিয়ে সন্দেহ রয়েছে জনমনে।
সন্তানের মৃতদেহ উদ্ধারের খবরে তাঁর বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

