নয়াদিল্লি, ২৪ জুন ( হি. স.) : ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) প্রার্থী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) সভাপতি শরদ পাওয়ারের সমর্থন চেয়েছেন।
সূত্রের খবর, মুর্মু সোনিয়া, মমতা এবং পাওয়ার-র কাছে তাদের দলের সমর্থন চেয়েছেন। তিনি তিন নেতাকে রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন জানানোর আহ্বান জানান। প্রসঙ্গত, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং এনসিপি সহ বিভিন্ন দল বিরোধী পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে প্রার্থী ঘোষণা করেছে।
সূত্রের খবর, মুর্মু-র সঙ্গে ফোনে কথোপকথনে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু আজ মনোনয়ন জমা দেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রী ও এনডিএ-র সাংসদদের প্রবীন নেতারা।