নয়াদিল্লি, ২৪ জুন ( হি. স.) : চিনা নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে ঘুষ নেওয়ার মামলায় শুক্রবার দিল্লি হাইকোর্টে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমের আগাম জামিনের আবেদনের শুনানি হবে। গত ৮ জুন শুনানির সময় সিবিআইয়ের পক্ষে এএসজি এসভি রাজু এবং কার্তি চিদাম্বরমের পক্ষে আইনজীবী কপিল সিবাল যুক্তি দেন। এর আগে ৩ জুন রাউজ অ্যাভিনিউ আদালত কার্তির আগাম জামিনের আবেদন খারিজ করেছিল।
সিবিআই সূত্রে খবর, ১৪ মে পি চিদাম্বরমের বাসভবনে তল্লাশির পরে মামলাটি নথিভুক্ত করা হয়েছিল। কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে অবৈধভাবে ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার পরে ২৫০ চিনা নাগরিকের জন্য ভিসা সহজতর করার অভিযোগ রয়েছে। সিবিআই অনুসারে, তালওয়ান্দি সাবো পাওয়ার লিমিটেড (টিএসপিএল) বেল টুলস লিমিটেডকে ৫০ লক্ষ টাকা দিয়েছে।

