আগরতলা, ২৪ জুন (হি. স.) : কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প অগ্নিপথ ঘিরে দেশজুড়ে আলোড়নের মধ্যে ত্রিপুরায় বিক্ষোভে সামিল হয়েছে বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠন। এই প্রকল্পের বিরোধিতা করছেন দেশের সমস্ত বিরোধীদল। দেশের বেশ কিছু জায়গায় এই বিক্ষোভের জেরে জ্বালিয়ে দেওয়া হয়েছে ট্রেন। হয়েছে ধর্মঘট। রাজ্যও তার আঁচ পড়তে শুরু হয়েছে। অগ্নিপথ প্রকল্প ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীদলের নেতৃত্বরা বিক্ষোভে সামিল হচ্ছেন। শুক্রবার অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে ভারতের ট্রেড ইউনিয়ন ত্রিপুরা শাখা এবং সারা ভারত কিষান সভা।
এদিন ভারতের ট্রেড ইউনিয়ন ত্রিপুরা শাখার উদ্যোগে রেলিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। তিনি এদিন এই প্রকল্পের তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। তাঁর কথায়, এই প্রকল্প দেশের নিরাপত্তা বিরোধী। তিনি অভিযোগের সুরে বলেন, মোদি সরকার গোটা দেশকে পুঁজিপতিদের হাতে তুলে দিয়েছে। চুক্তিবদ্ধ নীতি চালু করা হয়েছে সর্বত্র। এবারে সেনাবাহিনীতেও যদি চুক্তিবদ্ধ নীতি চালু হয় তবে দেশের যুব সমাজের গভীর ক্ষতি হবে। অবিলম্বে এই প্রকল্প বাতিল করার দাবি জানিয়েছেন মানিক দে। যতক্ষণ এই প্রকল্প বাতিল করা হচ্ছে না, আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিকে, বেলা ১১ টা নাগাদ রাজধানীর ছাত্র যুব ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করেছে সারা ভারত কিষান সভা। এদিন রাজধানীর মেলার মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে ওরিয়েন্ট চৌমুনী পর্যন্ত গেছে। সেখানে অনুষ্ঠিত হয়েছে এক পথসভা। মিছিলে উপস্থিত সারা ভারত কিষান সভার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন, আজ সংযুক্ত মোর্চার পক্ষ থেকে দিল্লিতে রাষ্ট্রপতির নিকট এক মেমোরেন্ডাম পেশ করা হবে। সেজন্যই রাজ্যে তার সমর্থনে বিক্ষোভ মিছিল সংঘটিত করা হচ্ছে। তাঁর কথায়, এই প্রকল্পের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থাকেও দলীয়করণের চেষ্টা চালানো হচ্ছে। আরএসএস-র নির্দেশে এই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। তাঁর সাফ কথা, এই প্রকল্প যুবসমাজের প্রতি অবমাননা। তাঁর বক্তব্য, সেনাবাহিনীর সৈনিকদের ৯০ শতাংশ কৃষকের ঘরের সন্তান। তাই তাঁদের জন্য লড়াই করছে সংযুক্ত কিষান সভা।