নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে সুর চড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের কথায়, দেশ ও তরুণ প্রজন্মের জন্য ক্ষতিকর অগ্নিপথ যোজনা। শুক্রবার দিল্লি সরকারের ‘মিশন এক্সিলেন্স স্কিম’-এর অধীনে ক্রীড়াবিদদের অভিনন্দন জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই অনুষ্ঠানের ফাঁকে কেজরিওয়াল অগ্নিপথ নিয়োগ প্রসঙ্গে বলেছেন, “অগ্নিপথ যোজনা দেশ ও তরুণ প্রজন্মের জন্য ক্ষতিকর। ৪ বছর পর তাঁদের প্রাক্তন সেনা বলা হবে, পেনশন পাবেন না।”
অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, “প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্পের ফলে সেনাবাহিনীর লড়াই করার ক্ষমতায় প্রভাব পড়বে। এতে দেশের ক্ষতি হবে। কেন্দ্রীয় সরকারের উচিত প্রকল্পটি পর্যালোচনা করা।” কেজরিওয়াল এদিন আরও বলেছেন, “৪ বছরের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ পাওয়া সৈনিককে যদি সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয় তাহলে আখেরে দেশেরই ক্ষতি হবে।”