মুম্বই, ২৩ জুন ( হি. স.) : শিবসেনার একগুচ্ছ বিধায়ক বিদ্রোহী হয়ে ওঠায় মহা-সংকটে পড়ে গিয়েছেন উদ্ধব ঠাকরের সরকার। তবে সেই সংকট কাটিয়ে আবার ট্র্যাকে ফিরে আসবে মহাবিকাশ আঘাড়ি সরকার। এমনই আত্মবিশ্বাসী এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। মহাবিকাশ আঘাড়ি সরকারের কারিগর পাওয়ার বৃহস্পতিবার জানান, শিবসেনার বিদ্রোহী বিধায়করা ঘরে ফিরে এলে পরিস্থিতি বদলাবে। নইলে আস্থা ভোটই বুঝিয়ে দেবে কার পক্ষে রয়েছে সংখ্যাগরিষ্ঠতা।
মহারাষ্ট্রে এই রাজনৈতিক সংকট তৈরির জন্য নাম না করে বিজেপিকেই দায়ী করেন পাওয়ার। এদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘সবাই জানে কীভাবে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের প্রথমে গুজরাত ও পরে অসমে নিয়ে যাওয়া হয়েছে। যারা ওদের মদত করেছে তাদের নাম নিতে চাই না। অসম সরকার সাহায্য করছে। এর বেশি কারও নাম আমি নিতে চাই না।’
অতীতে মহারাষ্ট্রে সরকার পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। পাওয়ারের হস্তক্ষেপে তা কাটিয়ে উঠতে সক্ষম হয় কংগ্রেস-এনসিপি-শিবসেনার জোট সরকার। শরদ পাওয়ার এদিন বলেন, ‘আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই বিপর্যয় আমরা কাটিয়ে উঠব। উদ্ধব ঠাকরের নেতৃত্বে সরকার আবার আগের মতো মসৃণভাবে চলবে। মহারাষ্ট্র সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে কিনা সেটা প্রতিষ্ঠিত হবে বিধানসভায়। যখন পদ্ধতি মেনে সবকিছু হবে তখনই প্রমাণ হয়ে যাবে যে এই সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।’