Covid Vaccine: ভারতে টিকা পেলেন ১৯৬.৬২-কোটি প্রাপক, কোভিড-টেস্ট বেড়ে ৬.৫৬-লক্ষাধিক

নয়াদিল্লি, ২৩ জুন হি.স.) : কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ১৯৬.৬২-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে ভারতে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৪ লক্ষ ৯১ হাজার ৯৪১ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ১,৯৬,৬২,১১,৯৭৩ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২২ জুন সারা দিনে ভারতে ৬,৫৬,৪১০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৫,৯৪,৯৩,৩৮৭-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৬,৫৬,৪১০ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩,৩১৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *