নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে জেড প্লাস পর্যায়ের সুরক্ষা প্রদান করল কেন্দ্রীয় সরকার। বুধবার থেকেই দ্রৌপদী মুর্মুকে জেড প্লাস পর্যায়ের সুরক্ষা প্রদান করা হয়েছে। সরকারি সূত্রের খবর, এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে বুধবার থেকেই সিআরপিএফ-এর দ্বারা সার্বক্ষণিক জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করেছে কেন্দ্রীয় সরকার।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী হচ্ছেন দ্রৌপদী মুর্মু। ওডিশার প্রাক্তন বিজেপি নেত্রী দ্রৌপদী সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী। নরেন্দ্র মোদী সরকারের আমলে ঝাড়খণ্ডের রাজ্যপাল পদেও ছিলেন তিনি। রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষিত হওয়ার পরবর্তী দিন, বুধবার সকালে ময়ূরভঞ্জ জেলার রাইরংপুরে বিভিন্ন মন্দিরে পূজার্চনা করেছেন তিনি। মন্দির সাফাইয়ের কাজেও হাত লাগান। রাইরাংপুর জগন্নাথ মন্দিরেও প্রার্থনা করছেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী।