আগরতলা, ২২ জুন ৷৷ রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণের জন্য ভোট গ্রহণ কর্মীরা বৈদ্যুতিন ভোটিং মেশিন সহ অন্যান্য সামগ্রী নিয়ে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন৷
রাত পোহালেই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ৷ ভোটগ্রহণকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত৷ ভোটগ্রহণকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ কোথাও যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে না পারে সেজন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সহ রাজ্য পুলিশ ও টি এস আর বাহিনীকে যৌথভাবে নিরাপত্তার কাজে লাগানো হয়েছে৷ বুধবার সকাল থেকেই ভোটগ্রহণ কর্মীরা ইভিএম ও অন্যান্য সামগ্রী নিয়ে নিজ নিজ দায়িত্ব প্রাপ্ত ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন৷
আগরতলা শহর এলাকার দুটি ভোটগ্রহণ কেন্দ্রের ভোট কর্মীরা উমাকান্ত স্কুল থেকে ভোট সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন৷ ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র এবং ৮ বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ভোট কর্মীরা উমাকান্ত স্কুল থেকে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন৷ ভোট প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা সহ যাবতীয় বিষয় নিয়ে বুধবার বিস্তারিত তথ্য জানান রিটার্নিং অফিসার তথা সদরের এসডিএম অসীম সাহা৷তিনি জানান, সিআরপিএফ সহ রাজ্য পুলিশ ও টিএসআর বাহিনীকে নিয়ে যৌথ টিম গঠন করে ভোট কর্মীদের পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ সকাল থেকেই ভোটগ্রহণ কর্মীরা উমাকান্ত স্কুল থেকে ভোট সামগ্রী নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন৷ ইতিমধ্যেই ভোটগ্রহণ কর্মীরা নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন৷ কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই৷