নয়াদিল্লি, ২২ জুন ( হি. স.) : আগামী ২৯ জুন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে সরকারের কার্যকারিতা পর্যালোচনা করা হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ২৯শে জুন প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের কাজ পর্যালোচনা করা হবে। পাশাপাশি মন্ত্রীদের কাজের পর্যালোচনা করা হবে। বিকেল ৫টায় সংসদ ভবনের অ্যানেক্স-এ বৈঠক অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, এই বৈঠকে সরকারের কাজ পর্যালোচনার পাশাপাশি মন্ত্রণালয়ভিত্তিক কাজের মূল্যায়ন করা হবে। তার ভিত্তিতে মন্ত্রীদের মূল্যায়ন করা হবে।