Election : ত্রিপুরায় উপনির্বাচনে মোট ভোট কেন্দ্র ২২১টি, থাকছে সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোটকেন্দ্র, জারি ১৪৪ ধারা, চালু হেল্পলাইন নম্বরও

আগরতলা, ২২ জুন (হি. স.) : ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই চারটি বিধানসভা কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সাথে ভোটারদের সহায়তায় হেল্পলাইন নম্বরও চালু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ওই নম্বরে বিভিন্ন ফোন আসা শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, উপনির্বাচনেও থাকছে সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোটকেন্দ্র। সেখানে নিরাপত্তা কর্মীরাও থাকছেন মহিলা। মোট ভোটকেন্দ্র ২২১টি।

আজ ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোট ২২১টি ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে ৬-আগরতলা ও ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে ২টি করে এবং ৪৬-সুরমা (এসসি) এবং ৫৭-যুবরাজনগর কেন্দ্রে ১টি করে মহিলা পরিচালিত ভোটকেন্দ্র রয়েছে। তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রেই বিদ্যুৎ, ইন্টারনেট পরিষেবা, পানীয়জল, দিব্যাঙ্গজনদের জন্য র‍্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও বৃষ্টি হলে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের অপেক্ষার জন্য অপেক্ষা করার জন্য শেডেরও ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, ভোটগ্রহণ প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই ৪টি বিধানসভা এলাকাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়াও প্রতিটি ভোটকেন্দ্রেই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রয়েছে। এরজন্য প্রয়োজনীয় যন্ত্র সামগ্রী এবং কর্মী ইতিমধ্যেই নিযুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, ভোটারদের ভোটদানের ক্ষেত্রে যে কোনও ধরনের সমস্যা নিরসনে এবার প্রতিটি কেন্দ্রের জন্যই আলাদা করে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
তাঁর কথায়, ৬-আগরতলা কেন্দ্রের জন্য হেল্পলাইন নম্বর হলো ০৩৮১-২৩২৫৯৩৭ / ২৩৮৩৬৪৬ এবং হোয়াটসঅ্যাপ নম্বর হলো ৯৮৬৩২০ ১৬৬৫। ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রের জন্য হেল্পলাইন নম্বর ০৩৮১-২৩২৫৯৩৭ ও হোয়াটসঅ্যাপ নম্বর ৮১৩২৯৪১৭৬৪৷ ৪৬ সুরমা (এসসি) কেন্দ্রের জন্য হেল্পলাইন নম্বর ০৩৮২৬-২৬২২২২ ও হোয়াটসঅ্যাপ নম্বর ৯৪৮৫০ ১১০৫১ এবং ৫৭-যুবরাজনগর কেন্দ্রের জন্য হেল্পলাইন নম্বর হলো ০৩৮২২ ২২০২০২ এবং হোয়াটসঅ্যাপ নম্বর ৭০০৫৫৬৮৪৬০।