Election : ত্রিপুরায় শান্তিপূর্ণ ও উৎসবের মেজাজে ভোট গ্রহণে সব রকমের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন : মুখ্য নির্বাচন আধিকারিক

আগরতলা, ২২ জুন (হি. স.) : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবের মেজাজে আগামীকাল রাজ্যের ৪টি বিধানসভা আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ করার লক্ষ্যে সব রকমের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। আজ পশ্চিম ত্রিপুরা জেলা কার্যালয়ের মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে দৃঢ়তার সাথে বলেন মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে। তাঁর কথায়, পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনায় নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা।

তাঁর দাবি, অন্যান্য বছরের ন্যায় এবার উপনির্বাচনেও উত্সবের মেজাজে ভোটপর্ব সম্পন্ন করার সমস্ত আয়োজন করা হয়েছে। চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটারদের সহায়তায় কোন ত্রুটি রাখা হয়নি। ভোট কর্মীরা আজকেই নিজ নিজ ভোট কেন্দ্রে পৌছে যাবেন এবং নির্বাচনের দায়িত্ব নেবেন। তাঁদের সাথে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, ভোটপর্ব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য কড়া নজরদারি রাখা হবে।

এদিন মুখ্য নির্বাচন আধিকারিক জানান, আগামীকাল সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এই উপনির্বাচনে বিভিন্ন দলের ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ৬-আগরতলা কেন্দ্রে ৬ জন, ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে ৬ জন, ৪৬-সুরমা (এসসি) কেন্দ্রে ৫ জন এবং ৫৭-যুবরাজনগর কেন্দ্রে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন