নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ মন্দিরনগরী উদয়পুরের রাজনগর বড়টিলা এলাকায় এক কুখ্যাত হেরোইন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তার নাম রাজু মিয়া৷ জানা যায়, রাজু মিয়া নামে ওই যুবক দীর্ঘদিন ধরেই নেশা সামগ্রী বিক্রয় করে আসছিল৷ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে৷ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আর কে পুর থানার পুলিশ তার বাড়িতে হানা দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়৷ তার বিরুদ্ধে এনডিপিএস ধারা মামলা গ্রহণ করেছে আর কে পুর থানার পুলিশ৷ তাকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে৷ উল্লেখ্য মন্দির নগরী উদয়পুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে নেশা কারবারি এবং নেশাখোরদের উৎপাত মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷ তাতে মন্দির নগরীর ঐতিহ্য বিনষ্ট হচ্ছে৷ যুবসমাজ নেশায় আসক্ত হয়ে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে৷ নেশার টাকার যোগান করতে চুরি ছিনতাইয়ের ঘটনা ও ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে চলেছে৷
2022-06-22