হাইলাকান্দি (অসম), ২২ জুন (হি.স.) : পুলিশের যাবতীয় অভিযানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে হাইলাকান্দিতে সক্রিয় রয়েছে সুপারি সিন্ডিক্যাট চক্র। এরই মধ্যে আজ বুধবার ফের হাইলাকান্দিতে পুলিশ বাজেয়াপ্ত করেছে অবৈধ বার্মিজ সুপারি।
হাইলাকান্দি জেলার লালাবাজারে দুটি সুপারি গুদামে অভিযান চালিয়ে ৪০০ বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে পুলিশ। হাইলাকান্দির ডিএসপি নিৰ্মল ঘোষের নেতৃত্বে লালা পুলিশ আভিযান চালিয়ে অবৈধ ওই বাৰ্মিজ সুপারির গুদাম সিল করেছে। বাজেয়াপ্তকৃত বর্মিজ সুপারির বাজার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা হবে বলে মনে করছে পুলিশ।
ডিএসপি নিৰ্মল ঘোষ জানান, বাজেয়াপ্তকৃত বার্মিজ সুপারির মালিক দুজন, তাজ উদ্দিন লস্কর এবং জহিরুল ইসলাম লস্কর। সুপারির দুই মালিককে গ্রেফতার করার জন্য তালাশি-অভিযান চালিয়েছে পুলিশ।