নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ সোনামুড়া থানায় পুলিশি নির্যাতনে মৃত জামাল হোসেনের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ চার সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দিতে স্পষ্টভাবে বলা হয়েছে৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তির ডিভিশন বেঞ্চ বুধবার এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে৷
উল্লেখ্য গত ১৪ সেপ্টেম্বর সোনামুড়া থানার পুলিশ জামাল হোসেনকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়৷ থানায় নিয়ে গিয়ে তার ওপর নির্যাতন চালায় পুলিশ৷ পুলিশি নির্যাতনে সোনামুড়া থানায় মৃত্যু হয় জামাল হোসেনের৷ জামাল হোসেনের মৃত্যুর পর সোনামুড়া থানা থেকে তার বাড়িতে ফোন করে বলা হয় অসুস্থ হয়ে জামাল হোসেনের মৃত্যু হয়েছে৷ কিন্তু জামাল হোসেনের পরিবার তা কোনোভাবেই মেনে নিতে পারেনি৷
জামাল হোসেনের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় জামাল হোসেনকে পুলিশ পিটিয়ে হত্যা করেছে ৷ এ ব্যাপারে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়৷ বুধবার ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিত মোহান্তির ডিভিশন বেঞ্চে এই মামলার চূড়ান্ত রায় হয়৷
মামলায় রায় সম্পর্কে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, পুলিশ দাবি করেছিল হৃদরোগে আক্রান্ত হয়ে জামাল হোসেন এর মৃত্যু হয়েছে৷ কিন্তু আদালতের পর্যবেক্ষণে দেখা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে জামাল হোসেনের মৃত্যু হয়নি৷ পুলিশি নির্যাতনে জামাল হোসেনের মৃত্যু হয়েছে বলে আদালত প্রমাণ পেয়েছে৷ সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সরকারপক্ষকে মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে৷