কাবুল, ২২ জুন (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের পূর্বাংশে ভূমিকম্পে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৮০ জনের, আহতের সংখ্যা অন্ততপক্ষে ২৫০। আফগানিস্তানে অনুভূত হওয়া ভূমিকম্প টের পাওয়া যায় ভারতের জম্মু ও কাশ্মীর ও পাকিস্তানেও। ভূমিকম্পের তীব্রতায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ভেঙে পড়েছে বহু ঘর-বাড়ি, মাটিতে মিশে গিয়েছে অনেক বাড়ি। আফগানিস্তানের চারটি জেলা ভূমিকম্পের তীব্রতায় লন্ডভন্ড হয়ে গিয়েছে। নিহতদের বেশিরভাগই পাকতিকা প্রদেশের জ্ঞান জেলার বাসিন্দা। পাকতিকা প্রদেশেই ১০০ জনের মৃত্যু হয়েছে ২৫০ জন আহত হয়েছেন।
তালিবান প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান মহম্মদ নাসিম হক্কানি জানিয়েছেন, পাকতিকা প্রদেশে মানুষের মৃত্যু হয়েছে বেশি। নানগড়হার এবং খোস্ত প্রদেশেও ভূমিকম্পের জেরে অনেকের মৃত্যু হয়েছে। আমেরিকার ভূ-সর্বেক্ষণ বিভাগ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্প অনুভূত হয় বুধবার ভোররাতে। ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল ওই কম্পনের উৎসস্থল। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ভূমিকম্পে ২৮০ জনের মৃত্যু হয়েছে ও ২৫০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
বুধবার ভোররাতে ভূমিকম্প অনুভূত হয় পাকিস্তানের পঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিস্তীর্ণ প্রান্তেও। ভূকম্পন টের পাওয়া গিয়েছে ইসলামাবাদ, মুলতান, ভাক্কার, ফালিয়া, পেশোয়ার, মালাকান্দ, মিয়ানওয়ালি, পাকপাট্টান ও বুনের প্রভৃতি স্থানে। যে সময় ভূমিকম্পে অনুভূত হয়, তখন পাকিস্তানের অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। যাঁরা কম্পন টের পান, তাঁরা আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ভারতের জম্মু ও কাশ্মীরেও কম্পন টের পাওয়া যায়।