শ্রীনগর, ১৯ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় এনকাউন্টারে বড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। কুপওয়ারা জেলার লোলাব এলাকায় সুরক্ষা বাহিনীর সঙ্গে সংর্ষে নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া জঙ্গি শওকত আহমেদ শেখের বয়ানের ভিত্তিতে রবিবার কুপওয়ারার লোলাব এলাকায় অভিযান চালায় কুপওয়ারা পুলিশ ও সেনাবাহিনীর ২৮ রাষ্ট্রীয় রাইফেলস।
গোপন ডেরায় তল্লাশি অভিযান চলাকালীন আচমকাই গুলি চালায় জঙ্গিরা। সুরক্ষা বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলে নিকেশ হয়েছে দুই জঙ্গি। সম্ভবত আরও দুই জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, নিহত জঙ্গিদের মধ্যে একজন পাকিস্তানি। ২-৩ জন জঙ্গি ওই এলাকায় সম্ভবত আটকে পড়েছে।
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের কুলগামেও চলছে গুলির লড়াই। কুলগাম জেলার ডি এইচ পোরা এলাকায় এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই জঙ্গি। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, জৈশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের ৩-৪ জন সন্ত্রাসী ওই এলাকায় লুকিয়ে রয়েছে। চলছে গুলির লড়াই। নিকেশ হয়েছে দুই জঙ্গি। চারিদিক থেকে গোটা এলাকা ঘিরে ফেলেছে সুরক্ষা বাহিনী। নিহত জঙ্গিদের নাম-শ্রীনগরের হরিশ শরীফ ও কুলগামের জাকির পাড্ডের