BRAKING NEWS

বিহারে ভারত বনধের মিশ্র প্রভাব, সমস্ত বড় শহর ও স্টেশনে নিরাপত্তা বাহিনী মোতায়েন

পাটনা, ২০ জুন ( হি. স.) : অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে সোমবার ভারত বনধের মিশ্র প্রভাব ছিল বিহারে। এদিন সকাল ৯টা পর্যন্ত পটনা জংশন সহ সমস্ত স্টেশন এবং শহরের প্রধান মোড়ে বিহার পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

সকাল থেকেই দ্বারভাঙ্গা, বৈশালী, মুজাফফরপুর, মতিহারি, গোপালগঞ্জ বেত্তিয়া, মধুবনি, বিহারশরিফ, নওয়াদা, গয়া প্রভৃতি শহরে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আরা জংশন রেলস্টেশন ছিল নীরব। পূর্ণিয়ায় বাস চলছে, কলেজ খোলা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিহারে ৩৫০টি ট্রেন বাতিল করা হয়েছে। ২০টি জেলায় ইন্টারনেট নিষিদ্ধ করা হয়েছে। পাটনায় সব বেসরকারি স্কুল বন্ধ। অন্যান্য জেলায়ও স্কুলে গ্রীষ্মকালীন ছুটি বাড়ানো হয়েছে। ১১টি জেলার বিজেপি অফিসের নিরাপত্তা সস্ত্র সীমা বলকে মোতায়ন করা হয়েছে। আন্দোলন চলাকালীন সবচেয়ে ক্ষতিগ্রস্থ ভোজপুর জেলার সমস্ত প্রধান স্টেশন এবং স্থানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *