পুলওয়ামা, ২০ জুন ( হি. স.) : সোমবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এক সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এলাকায় অনুসন্ধান অভিযান শুরু করার পরে পুলওয়ামার চাটপোরায় সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ে এক সন্ত্রাসবাদী নিহত হয়েছে। তবে অভিযান চলছে।