মেটেলি, ১৯ জুন (হি.স.): জলপাইগুড়ির মেটেলিতে দীর্ঘদিন ধরে কুর্তি নদীর বেহাল সেতুর সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন। মেটেলি বাজার সংলগ্ন কুর্তি নদীর সেতুর সামনের এলাকায় তৈরি হওয়া বড় গর্তে রবিবার মাছের পোনা ছেড়ে বিক্ষোভ দেখাল বাসিন্দারা।
মেটেলি বাজার সংলগ্ন কুর্তি নদীর সেতুর বেহাল দশা ।যেকোনও সময় ওই সেতু ভেঙে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে। মেটেলি বাজার সংলগ্ন কুর্তি নদীর সেতুর সামনের এলাকায় তৈরি হওয়া বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই ওই গর্তে জল জমে ডোবার আকার ধারণ করেছে। বেহাল ওই সেতু সংস্কারের দাবিতে রবিবার বিক্ষোভ প্রদর্শন সহ ওই গর্তে মাছের পোনা ছেড়ে বিক্ষোভ দেখাল বাসিন্দারা।
বিক্ষোভকারীদের একজন কৃস্টান খেরিয়া বলেন, ‘ওই সেতুটি দিয়ে পাঁচটি চা বাগানের জনগণ রোজ যাতায়াত করে। লোকজন সহ বহু বাইক, ছোট গাড়ি যাতায়াত করে। অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে সেতুটি। সংস্কারের দাবিতে এর আগেও আন্দোলন করা হয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি।‘ অন্যদিকে, জেলা পরিষদ সূত্রে জানা যায়, সেতু সংস্কার সংস্কারের পরিকল্পনা করা হয়েছে।