আগরতলা, ২০ জুন : রাজ্যে নির্বাচনী আবহে এবার হুমকির সুর শুনা গেল চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের মুখে। যাঁরা প্রতিশ্রুতি পূরণ করেনি তাদেরকে ভোট দেওয়ার আগে চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা নিশ্চয়ই ভাববেন। সোমবার এমনই হুমকি দিলেন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা।
আজ চাকরির দাবিতে আবারো বিক্ষোভে শামিল হয়েছেন ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের চাকুরীতে পুনর্বহাল করা এবং মৃত শিক্ষক-শিক্ষিকার পরিবারের একজনকে ডাই-ইন-হার্নেস স্কিমে চাকুরী প্রদানের দাবিতে রাজধানীর সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। এদিনের এই বিক্ষোভ সমাবেশ থেকে চাকরিচ্যুত শিক্ষিকা ডালিয়া দাস বলেন, রাজ্যে ক্ষমতায় আসার আগে বিজেপি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, চাকুরী ফিরিয়ে দেওয়া হবে। প্রয়োজনে সংবিধান সংশোধন করে আমাদের চাকরি দেওয়া হবে। কিন্তু তাঁদের দেওয়া প্রতিশ্রুতি সাড়ে চার বছরেও পূরণ হয়নি। তাই এবারের উপ-নির্বাচনে ভোট দেওয়ার আগে প্রত্যেকেই নিশ্চয়ই ভাববেন বলে জানিয়েছেন তিনি। তাঁর হুশিয়ারি, আমাদের ওপর যারা জলকামান ছুড়েছে, লাঠি পেটা করেছে তাদেরকে চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা ভোট দেবেন না।