ইরাক: বিমান হামলায় জড়িত চার আইএস সন্ত্রাসবাদী খতম

বাগদাদ, ২০ জুন ( হি. স.) : পশ্চিম ইরাকের আনবার প্রদেশে একটি বিমান হামলায় চার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নিহত হয়েছে। ইরাকি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরাকি নিরাপত্তা বাহিনী রাজধানী বাগদাদ থেকে প্রায় ৩৯০ কিলোমিটার পশ্চিমে রুতবা শহরের কাছে আনবার নামক একটি মরুভূমি এলাকায় চার সন্ত্রাসী একটি ট্রাকে আক্রমণ করে। ইরাকি জয়েন্ট অপারেশন কমান্ডের মিডিয়া অফিস এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর একটি দল যখন ঘটনাস্থলে তল্লাশি চালায়, তখন তারা চারটি মৃতদেহ, পুড়ে যাওয়া একটি ট্রাক, দুটি বিস্ফোরক বেল্ট, দুটি রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালে আইএসের পরাজয়ের পর থেকে ইরাকের নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাদের উপস্থিতি এখনও এখানকার কয়েকটি বড় শহর, মরুভূমি এবং প্রত্যন্ত অঞ্চলে রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *