আগরতলা, ২০ জুন (হি. স.) : বিজেপি জোট সরকারে প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী তথা বর্তমান কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাঁর উপর বিজেপি দুষ্কৃতিকারীরা হামলা করেছেন বলে অভিযোগ এনেছেন প্রাক্তন বিধায়ক তথা ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা। পুলিশের উপস্থিতিতে সুদীপকে মারধর এবং তাঁর গাড়ি ভাংচুরের অভিযোগ করেছেন তিনি। শুধু তাই নয়, সুদীপকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে আশীষ কুমার সাহা দাবি করেছেন। পরাজয় নিশ্চিত জেনে বিজেপি সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
আশীষ বাবু জানিয়েছেন, গতকাল গভীর রাতে ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের অধীন উজান অভয়নগরে কংগ্রেস কর্মী বিপুল গোস্বামীর উপর হামলার খবর শুনে ওই কেন্দ্রের দলীয় প্রার্থী সুদীপ রায় বর্মণ ছুটে গেছেন। সেখানে তাঁর উপর ইটপাটকেল ছুড়ে এবং লাঠির আঘাতে তাঁকে আক্রান্ত করা হয়েছে। তাঁর নাকে, চোখে, দাতে এবং বুকে আঘাত লেগেছে। উপস্থিত দেহরক্ষীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।
আশীষ সাহা অভিযোগ করেছেন, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিজেপি প্রার্থী ডা: অশোক সিনহার উপস্থিতিতে সুদীপ বাবুর উপর হামলা হয়েছে। তাঁরা সহায়তা করার বদলে দুষ্কৃতিকারীদের মদত দিয়েছেন। বরাত জোরে সুদীপ বাবু বেঁচে গেছেন।
এই খবর পেয়ে আজ হাসপাতালে ছুটে গেছেন বিরোধী দলনেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী পবিত্র কর, মানিক দে, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত এবং ৬-আগরতলা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী কৃষ্ণা মজুমদার। তাঁরা সকলেই সুদীপ রায় বর্মনের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের শাস্তি চেয়েছেন।
প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, বিজেপি টের পেয়েছে তাঁদের পায়ের তলার মাটি সরে গেছে। তাই তাঁরা গণতান্ত্রিক পদ্ধতি ছেড়ে সন্ত্রাসের উপর নির্ভর করে ভোটে জিততে চাইছে। তাঁর অভিযোগ, নির্বাচন ঘোষণার আগে এবং পরে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের আস্ফালন ত্রিপুরাবাসী প্রত্যক্ষ করছেন।
এদিকে, সুদীপ রায় বর্মনের উপর হামলার ঘটনায় ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নালিশ জানিয়েছে বামফ্রন্ট। বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর এক চিঠি সামগ্রিক বিষয়ের বর্ণনা দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রশ্নে অতি সত্বর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। কারণ, বামেরা আশঙ্কা করছেন, সন্ত্রাসের ভিতের উপর দাঁড়িয়ে বিজেপি ব্যাপক ভোট লুট করবে। তাই, নির্বাচন কমিশন এখনি সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিক, দাবি জানান বামফ্রন্টের আহ্বায়ক আর্জি জানিয়েছেন।
এদিকে, সুদীপ রায় বর্মনের উপর হামলায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন এমডিসি তথা তিপরা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, রাজনৈতিক সন্ত্রাসের বিরক্তিকর খবর পেয়ে আজ ঘুম ভেঙেছে। এমনই শিরোনাম আমাদের রাজ্যের জন্য লজ্জাজনক। তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনের কাছে আসন্ন উপ-নির্বাচনে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়েছেন।