নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ বিজেপি শাসিত অন্য রাজ্যগুলির মত এবার ত্রিপুরা রাজ্যেও ফিল্মি কায়দায় মাথায় বন্দুক ঠেকিয়ে বিজেপি আশ্রিত দুষৃকতীকারিরা বাড়িতে লুটপাঠ করে নিয়ে যায় মুল্যবান সামগ্রী স্বর্নালঙ্কার সহ নগদ অর্থকরি বলে অভিযোগ পরিবারের৷ জানা যায় শনিবার গভীর রাতে এক দল বিজেপি দুষৃকতিরা খয়েরপুর বাইপাস সংলগ্ণ দত্ত চৌমুনী এলাকায় গোপাল সরকারের বারিতে হানা দেয়৷ বাড়ির মালিক গোপাল সরকারের অভিযোগ আনুমানিক আরাইটা নাগাদ একদল দুষৃকতি ওনার ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে৷ দুষৃকতিরা গোপাল সরকার ও ওনার স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে ওনার ছেলে অসীম সরকার কোথায় জানতে চায় প্রথমে৷ অসিম সরকার বারিতে নেই জানতে পেরে দুষৃকতিরা বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়৷ গোপাল সরকার জানান ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়৷ কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌছাতে বিলম্ব করে৷ গোপাল সরকার আরও জানান রাজ্যে সরকার পরিবর্তনের পর আরও কয়েকবার দুষৃকতিরা ওনার বাড়িতে হানা দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ এটাই কি পরিবর্তনের আসল চিত্র প্রশ্ণ তথ্যবিজ্ঞমহলের৷ ঘটনার খবর পেয়ে ছুটে যান বাম যুব নেতা নবারুন দেব৷ তিনি ঘটনার নিন্দা জানান৷ পাশাপাশি তিনি বলেন এই ঘটনায় মামলা করা হবে৷ পুলিশ কি ভুমিকা সমাজদ্রোহীদের বিরুদ্ধে নেয় সেটা দেখার বিষয় ৷ এই ঘটনা দলিয় নির্দেশেই হয়েছে৷ সরকার তো বেশি দিন থাকবে না তবে মামলা শেষ দিন পর্যন্ত থাকবে বলে অভিযোগ নবারুন দেবের৷
2022-06-19