Jamuria : জামুড়িয়ায় চারটি ট্রান্সফর্মারে আগুন, বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা

পশ্চিম বর্ধমান, ১৯ জুন (হি.স.): পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায় ট্রান্সফর্মারে অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়ল বিস্তীর্ণ এলাকা। রবিবার সকাল ৬টা নাগাদ জামুড়িয়ার শ্রীপুর মাছবাজার এলাকায় প্রথমে একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি ট্রান্সফর্মারে। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় দমকলে। পরে দমকলের দু’টি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের তরফে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। চারটি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ছুটির দিনে বিদ্যুৎ না থাকায় ভোগান্তির শিকার প্রায় অসংখ্য মানুষ। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন বিদ্যুৎ দফতরের কর্মীরা।