করিমগঞ্জ জেলার অন্তর্গত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির পরিচালন সমিতি গঠন প্রক্রিয়া শুরু

করিমগঞ্জ (অসম), ১৮ জুন (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির পরিচালন সমিতি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। রাজনৈতিক টানাপোড়েনের দরুন দীর্ঘদিন থেকে পরিচালন সমিতির গঠন প্রক্রিয়া ঝুলে রয়েছিল। এতে বিদ্যালয়গুলোর মিড-ডে মিল সহ বিভিন্ন কাজকর্ম একপ্রকার স্থবির হয়ে পড়েছিল।

এই প্রক্রিয়া শুরু হতেই কালিগঞ্জ পাবলিক হায়ার সেকন্ডারি স্কুলের পরিচালন সমিতির নতুন সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন জেলার তরুণ আইনজীবী তথা বিশিষ্ট সাংবাদিক বিভাস বর্ধন। উপসভাপতি হয়েছেন টগর ভট্টাচার্য। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে শুক্রবার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ পরচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও সভায় উপস্থিত হন।

সরকারি নীতি নির্দেশিকা অনুযায়ী প্রথমে দুজন মহিলা অভিভাবক যথাক্রমে শিবানী দাস এবং রহিমা বেগমকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর পর আব্দুস সালাম, এনাম উদ্দিন এবং সঞ্জয় মালাকারকে অভিভাবকদের প্রতিনিধি-সদস্য হিসেবে পরিচালন সমিতিতে অন্তর্ভুক্ত করা হয়। দুই শিক্ষক-প্রতিনিধির নামও এদিনের সভায় সর্বসম্মতিতে গৃহীত হয়। সভার শুরুতে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন সাধারণ সভার কার্যসূচি সম্পর্কে সভায় উপস্থিত সকলকে অবগত করেন।

নবনিযুক্ত সভাপতি বিভাস বর্ধন সভায় প্রসঙ্গিক বক্তব্য পেশ করতে গিয়ে কালিগঞ্জ অঞ্চলের ঐতিহ্যবাহী অর্ধশত বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে সকলের সার্বিক সাহায্য ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ঐতিহ্যমণ্ডিত কালিগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে পড়াশুনা করে বহু মেধাবী ছাত্র দেশ-বিদেশে বিভিন্ন উচ্চপদে আসীন হয়েছেন। কিন্তু কালের প্রবাহে আজ এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি বহু সমস্যায় জর্জরিত। শিক্ষকের অভাব, বিষয় ভিত্তিক শিক্ষকের অপ্রতুলতা, জরাজীর্ণ পরিকাঠামো নিয়ে কোমওরকমে চলছে স্কুলের পঠনপাঠন। তিনি আরও বলেন, পঠনপাঠনে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গভীরভাবে সচেতন হতে হবে। উপসভাপতি টগর ভট্টাচার্য, সমাজসেবী গৌরাঙ্গ ভট্টাচার্য, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন প্রমুখ এদিনের সভায় প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *