আগরতলা, ১৮ জুন : শনিবার রাজধানীর শ্রীকৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবারের টানা বৃষ্টিতে শ্রীকৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে গিয়েছিল। তাতে দুর্ভোগ পোহাতে হয় বানভাসি লোকজনদের। এদিন নিগমের মেয়র দীপক মজুমদার সংশ্লিষ্ট এলাকা গুলি পরিদর্শন করে কথা বলেছেন এলাকার লোকজনদের সাথে। এদিন মেয়রের সাথে ছিলেন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলার রত্না দত্ত, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা।
মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, সার্বিক ভাবে চেষ্টা করা হয়েছে জল যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু এত বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে কারো কিছু করার ছিল না। রেকর্ড বৃষ্টি হয়েছে। আগরতলা শহরের ৫ হাজার লোক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন তিনি। হাওড়া নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। তাঁর কথায়, সরকারের পাশাপাশি বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বিজেপি দলের কর্মীরা প্রতিটি বাড়িতে পৌঁছে গেছে। তিনি বলেন, রাজনীতির উর্ধে উঠে তারা এই কাজ করছে। যারা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে, সরকার তাদের খাবারের ব্যবস্থা করেছে বলেও জানিয়েছেন তিনি। বিজেপি ছাড়া অন্যকোনো দলের প্রতিনিধিদের এই কঠিন সময়ে মানুষের পাশে দেখা যায়নি বলেও অভিযোগ করেছেন তিনি।

