তেলিয়ামুড়া(ত্রিপুরা), ১৮ জুন (হি. স.) : গভীর জঙ্গলে পুকুরের জলে ভাসমান হাতির শাবকের মৃতদেহ উদ্ধার। ওই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত হাতির শাবকের বয়স আনুমানিক ৬ থেকে ৭ দিন হবে। ধারণা করা হচ্ছে, জলের তেষ্টা মেটাতে পুকুরে এসেছিল ওই হাতির শাবক। কিন্ত পা পিছলে পুকুরের জলে পরে যায়। সাথে তার কেউ ছিল না, ফলে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং জলে ডুবে তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, তেলিয়ামুড়া হারাধন পাড়ার শান্তি লঙ্গার গভীর জঙ্গলে এক পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার হয়েছে হাতীর শাবকের মৃতদেহ। এদিন স্থানীয় যুবক গরু চড়াতে গিয়ে লক্ষ্য করেন পুকুরের জলে হাতির শাবকের মৃতদেহ ভাসছে। তখন ওই যুবক গোলে নেমে হাতির শাবকের দেহ উদ্ধার করেছে। কিন্ত হাতির শাবকের মৃত্যু হয়েছে টের পেয়ে ওই যুবক চিত্কার চেচামেচি শুরু করে এবং চিত্কার শুনে স্থানীয় মানুষ ছুটে আসেন।
বিষয়টি স্থানীয় জনগণ তেলিয়ামুড়া মহকুমা বড় বন দফতরের এসডিএফও সাবির কান্তি দাসকে জানানোর চেষ্টা করেন। কিন্ত, বার বার ফোন করা সত্বেও তাঁকে পাওয়া যায়নি। পরবর্তী সময় স্থানীয় মানুষ বিষয়টি জেলা বন আধিকারিককে স-বিস্তারে জানান। তিনি ঘটনাস্থলে বন কর্মীদের পাঠানোর ব্যবস্থা করেন এবং তাঁরা হাতির শাবকের মৃতদেহ উদ্ধার করেন।বন দফতরের কর্মীদের ধারণা, ২-৩ দিন পূর্বে ওই হাতির শাবকের মৃত্যু হয়েছে। গভীর জঙ্গলে মানুষের যাতায়াত না থাকায় কারোর নজরে আসেনি বিষয়টি। তবে, হাতি সংরক্ষণের ব্যবস্থা সত্বেও হাতির শাবকের মৃত্যু নিয়ে বন দফতরের ভূমিকায় ক্ষোভ দেখা দিয়েছে।

