নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): আপাতত স্বস্তি পেলেন না দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। দিল্লির এই মন্ত্রীর জামিনের আর্জি শনিবার খারিজ করে দিয়েছে দিল্লির বিশেষ সিবিআই আদালত। অর্থ তছরূপ মামলায় অভিযুক্ত সত্যেন্দ্র জৈন। দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদনের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও প্রতিপক্ষ (জৈনের আইনজীবী) কৌঁসুলির সওয়াল-জবাব গত ১৪ জুন শুনেছিল দিল্লির বিশেষ আদালত। সওয়াল-জবাব শোনার পর রায়দান সংরক্ষিত রাখা হয়, এরপর শনিবার সত্যেন্দ্র জৈনের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে আদালত।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে সিবিআই-এর দায়ের করা একটি মামলার ভিত্তিতে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্টে (ইসিআইআর) গত ৩০ মে সত্যেন্দ্র জৈনকে ইডি গ্রেফতার করেছিল। জৈনের বিরুদ্ধে অন্তত চারটি কোম্পানির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।