উপনির্বাচন : পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু

আগরতলা, ১৮ জুন (হি. স.) : ৬-আগরতলা ও ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ জুন। উপ নির্বাচনের কাজে নিয়োজিত ভোট কর্মী ও পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হলো শনিবার থেকে। কমিশনের নির্দেশ মোতাবেক শনিবার ও রবিবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন তাঁরা। সেই  মোতাবেক এদিন উমাকান্ত স্কুলে সকাল ৯ টা  থেকে শুরু  হয় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ।

৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ২৪৭ জন এবং ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের জন্য ২১৮ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার আবেদন করেছেন। এই ভোট গ্রহণ পর্বে পুলিং এজেন্টরাও উপস্থিত ছিলেন। একজন করে এআরও-কে  প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রিটার্নিং অফিসার অসীম সাহা। ভোট গ্রহন প্রক্রিয়া কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *