নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৮ জুন৷৷ খোয়াইয়ে এস পি ও কর্মীদের বদলী নিয়ে সংশ্লিষ্ট মহল সহ সর্বস্তরে চাপা ক্ষোভ তৈরি হয়েছে৷ অভিযোগ উঠেছে যে, বাম কিংবা রাম, কোন আমলেই এস পি ও জওয়ানদের জন্য সুষ্ঠু বদলী নীতি প্রণয়ন করেনি কোন সরকারই৷ পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়েই রাজ্যে সর্বপ্রথম আরক্ষা দপ্তরে এস পি ও কর্মী নিয়োগ শুরু হয়েছিল৷কিন্তু বামফ্রন্ট সরকার কখনো এস পি ও কর্মীদের সুষ্ঠু বদলীর কথা ভাবেনি৷ দেখা গেছে কিছুদিন পরপর মাঝে মাঝেই বিচ্ছিন্ন ভাবে কিছু এস পি ও কর্মী নিজ নিজ কর্মস্থল থেকে এখানে ওখানে বদলী হতো৷কিন্তু সুসংহত কোন বদলীর ব্যাবস্থা ছিল না৷
এস পি ও জওয়ানদের বদলীর ক্ষেত্রে বৈষম্য ছিল বলে অভিযোগ ছিল৷ফলে বিতর্ক দেখা দিয়েছিল এস পি ও – দের বদলী নিয়ে৷ কোন কোন এস পি ও ওপরের স্তরের অফিসারদের ম্যানেজ করে সুবিধাজনক বদলী আদায় করে নিত৷ আবার কেউ কেউ শাসকদলের নেতাদের ধরে পছন্দসই স্থানে বদলী হয়ে যেতো৷কিন্তু অনেক এস পি ও রয়েছেন, যারা পনেরো ষোল বছর ধরে একই জায়গায় রয়েছে৷
এখানেই তৈরি হয়েছে সমস্যা৷ সবার জন্য সমান আচরণ না থাকায় ক্ষোভ তৈরি হতো এস পি ও -দের মধ্যে৷ বর্তমান সরকারের সময়েও একই অবস্থা৷এখানে মুখ চিনে মুগের ডালের মতো অবস্থা৷ এখনো এস পি ও -দের জন্য আরক্ষা দপ্তর কোন সুনির্দিষ্ট বদলীর নিয়মনীতি বা নির্দেশিকা চালু করেনি৷পুলিশ সুপার বা এস ডি পি ও , কেহই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছেন বলে মনে হচ্ছে না৷
কেউ এক বছরের মধ্যে দুই তিনবার বদলীর সুযোগ লাভ করলেও কেউ পনেরো ষোল বছর পরেও একই জায়গায় কর্মরত৷ ফলে স্বাভাবিক কারণেই ক্ষোভ সৃষ্টি হয়েছে এস পি ও -দের মধ্যে৷ দীর্ঘদিন ধরে এসপি ও কর্মীদের বদলি নেই৷বছরের পর বছর ধরে একজায়গায় পোষ্টিং এস পি ও কর্মীদের৷ ফলে কাজের প্রতি একধরনের অনীহা তৈরি হচ্ছে সংশ্লিষ্ট এস পি ও কর্মীদের৷উপরের স্তরের অফিসারদের নির্দেশ অনেক সময়েই পাত্তা পাচ্ছেনা এসব এস পি ও কর্মীদের কাছে৷ খোঁজ খবর নিয়ে দেখা গেছে যে, খোয়াই মহকুমার বিভিন্ন কর্মস্থলে এরকম একাংশ কর্মীরা রয়েছে৷
খোয়াই মহকুমা এলাকায় দুটি থানা, দুটি পুলিশ ফাঁড়ি, ট্রাফিক শাখা, এসপি অফিসে এসপিও কর্মীদের নিয়োগের পর থেকে বছরের পর বছর ধরে একই কর্মস্থলে চাকরি করে চলেছে৷ খোয়াই থানায় রয়েছে ২১ জন, পুলিশ কোর্টে ৪ জন, চাম্পাহাওর থানায় রয়েছে ২৫জন, খোয়াই ট্রাফিক শাখায় কর্মরত রয়েছেন ২৫ জন৷ এক জায়গায় বছরের পর বছর ধরে চাকুরি করে চলেছেন,কিন্ত এতে করে বিভিন্ন কর্মক্ষেত্রের সরকারী কাজের আভ্যন্তরীণ পরিবেশ বিনষ্ট হচ্ছে৷কর্মসংসৃকতির ছিটেফেঁটাও আর অবশিষ্ট থাকছে না৷এস পি ও কর্মীদের রদবদল না থাকার কারণে কর্মক্ষেত্রে অনীহা সৃষ্টি হচ্ছে৷ অভিযোগ উঠেছে যে, খোয়াই শহরে ছয়টি ট্রাফিক পোস্ট রয়েছে৷ সেই পোস্ট গুলিতে প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ট্রাফিক পোস্টগুলি ডিউটি করার কথা৷ এসপিও দের মর্জি মাফিক ডিউটি চলছে৷ কখনো সময় সকাল দশটা ডিউটিতে যাচ্ছে৷ আবার সন্ধ্যার পর পোস্টগুলিতে ডিউটিরত অবস্থায় কাউকেই দেখা যায় না বলে অভিযোগ৷ তাছাড়া বাজার গুলিতেও ডিউটি ক্ষেত্রেও একই অবস্থা৷