Protest: অগ্নিপথ-এর বিরুদ্ধে আপ-এর ছাত্র সংগঠনের বিক্ষোভ, দিল্লির কিছু মেট্রো স্টেশনের গেট বন্ধ

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে আম আদমি পার্টি (আপ)-এর ছাত্র সংগঠনের বিক্ষোভের জেরে উত্তাল হল রাজধানী দিল্লি। পরে কয়েকজনকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার দিল্লিতে অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় আপ-এর ছাত্র সংগঠন ছাত্র-যুব সংঘর্ষ সমিতি। পরে তাঁদের মধ্যে কয়েকজনকে পুলিশ আটক করেছে।

আপ-এর ছাত্র সংগঠন অগ্নিপথ প্রকল্প ফিরিয়ে নেওয়া দাবি জানায়। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন বলেছেন, এই স্কিমটি ফিরিয়ে নেওয়া উচিত এবং একটি স্থায়ী নিয়োগ প্রক্রিয়া সঞ্চালনের দাবি জানাচ্ছি আমরা। এদিকে, এদিন দিল্লির কিছু মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখা হয়। যেমন দিল্লি গেট ও জামা মসজিদ মেট্রো স্টেশনের সমস্ত গেট বন্ধ রাখা হয়। সমস্ত গেট বন্ধ ছিল আইটিও মেট্রো স্টেশনেরও।