জেরুজালেম, ১৭ জুন (হি. স.) : ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ৩ ফিলিস্তিনি । এই ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
শুক্রবার সকালে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তরফে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোররাতে ইসরায়েলি সেনারা উত্তরের শরণার্থী শহর জেনিনে একটি গাড়িতে গুলি চালায় এবং তিন যাত্রীকে হত্যা করে।
নিহত তিন ফিলিস্তিনি হলেন বারা লাহলুহ, লাইথ আবু সারুর ও ইউসুফ সালাহ। এ বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রয়া জানায়নি ইসরায়েলি সেনাবাহিনী। তবে জেনিন হাসপাতালে নিহতদের মরদেহ নিয়ে যাওয়ার আগে শতাধিক বিক্ষুব্ধ বাসিন্দা জড়ো হয়েছিল। তারা প্রতিশোধ নেওয়ার হুমকিও দেয়।

