মুম্বই, ১৭ জুন (হি. স.) : লাগাতার ধসের জেরে শেয়ারবাজার কার্যত বিনিয়োগকারীদের কাছে আতঙ্ক হয়ে উঠেছে। শুক্রবার সপ্তাহের শেষ কর্মদিবসে ১৩৫ সূচক হারিয়েছে সেনসেক্স । আর নিফটি খুঁইয়েছে ৬৭ পয়েন্ট। যার ফলে দীর্ঘদিন বাদে ১৫ হাজার ৩০০’র ঘরের নিচে চলে গেল নিফটি। টানা ছয়দিন শেয়ারবাজারের পতন বিনিয়োগকারীদের চিন্তায় ফেলেছে। সব ক্ষেত্রেই কমেছে শেয়ারের মূল্য ।
এদিন সকালের শুরুতেই হতাশ হতে হয়েছিল তাঁদের। আগের দিনের চেয়েছে ৬৮ পয়েন্ট কম নিয়ে যাত্রা শুরু করেছিল সেনসেক্স । ঘন্টা দুয়েকের মধ্যেই ৪০০’র বেশি পয়েন্ট খুঁইয়ে ফেলে। এক সময়ে মনে হচ্ছিল নামতে নামতে হয়তো পঞ্চাশ হাজারের ঘরে গিয়ে দাঁড়াবে সেনসেক্স। যদিও দুপুরের পরে ধাক্কা খানিকটা সামলে উঠতে সক্ষম হয়। শেষ পর্যন্ত ১৩৫ দশমিক ৩৭ পয়েন্ট খুঁইয়ে ৫১ হাজার ৩৬০ দশমিক ৪২ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স । আর ৬৭ দশমিক ১০ সূচক হারিয়ে নিফটি বন্ধ হয় ১৫ হাজার ২৯৩ দশমিক ৫০ পয়েন্টে।
এদিন সবচেয়ে লোকসানের মুখে পড়েছেন টাইটান -এর শেয়ার গ্রাহকরা। একদিনে সংস্থার শেয়ার দর কমেছে ১২৪ টাকা ৫০ পয়সা। আর লাভের মুখ দেখেছে বাজাজ ফাইন্যান্স। সংস্থার শেয়ার দর বেড়েছে ১৩৫ টাকা ৬৫ পয়সা।

