Dharmanagar : ধর্মনগর পুর পরিষদের ১১ নং ওয়ার্ডে রাস্তাঘাটের বেহাল অবস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ ধর্মনগর পুর পরিষদের ১১ নং ওয়ার্ডে পাড়ার রাস্তার বেহাল দশায় বিপর্যস্ত জনজীবন৷ ঘটনা ধর্মনগর পুরো পরিষদ এলাকার ১১ নং ওয়ার্ডে৷ জানা যায় এলাকার গলি রাস্তাটিতে ৮/১০ টি পরিবারের বসবাস৷ প্রতিটি বাড়িতেই রয়েছে সুকলপড়ুয়া শিশু, কলেজে পড়ুয়া, অফিস যাত্রী,  দিনমজুর সকলেরই বসবাস৷ পাড়ায় বসবাসকারীদের অভিযোগ এই রাস্তার পাশে কোন জল নিষ্কাসনের জন্য ড্রেন না থাকায় এবং রাস্তাটি বহু আগে  পরিকল্পনাবিহীন ভাবে  ইট সলিং এর ফলে বর্তমানে রাস্তাটি উপরে মাটি জমে মাটির রাস্তায় পরিণত হয়৷গত বাম আমল থেকেই এলাকাবাসী একাধিকবার পুর কর্তৃপক্ষের কাছে এবং স্থানীয় নির্বাচিত কাউন্সিলর এর কাছে লিখিত আবেদন করে ,রাস্তায় জল নিষ্কাশন এর জন্য ড্রেন নির্মাণ এবং রাস্তাটিকে পাকা রাস্তা করার জন্য৷কিন্তু পুর পরিষদ কর্তৃপক্ষ দিচ্ছি দেবো করে কাটিয়ে দেয়, পাড়াবাসি ভাবল এখন রাম আমলে হয়তো তাদের দুর্দশা দুর হবে৷ কিন্তু একাধিকবার পুরোপুরিষদ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন এবং নির্বাচিত কাউন্সিলর সহ স্থানীয় নেতাদের কাছে একাধিকবার পাড়ায় বসবাসকারী মানুষেরা দুর্বিষহ অবস্থার কথা জানানো হলেও পুর পরিষদ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে গুরুত্ব দিচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ৷ জানা গেছে অল্প বৃষ্টি হলেই জল নিষ্কাশন এর জন্য ড্রেন না থাকায় রাস্তায় জল জমে হাটুজল হয়ে যায়৷ এছাড়াও অল্প বৃষ্টিতে রাস্তায় কাদা হয়ে যায়, ফলে ছোট ছোট সুকলপড়ুয়া ,কলেজ পড়ুয়া সহ এলাকাবাসীরা বাড়ি থেকে বের হতে চরম সমস্যায় পড়তে হচ্ছে৷ এছাড়াও জল নিষ্কাশন এর জন্য ড্রেন না থাকায় বাড়ির ব্যবহার্য এবং নোংরা জল বাড়ির আশপাশে জমে পরিবেশ দূষিত হচ্ছে এবং প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে এলাকাবাসী জানায়৷ বাড়িঘরের প্রাত্যহিক নোংরা জল নিষ্কাশনের কথা বারবার বাম এবং রাম আমলেও পুরো পরিষদ কর্তৃপক্ষকে এবং স্থানীয় কাউন্সিলরদের লিখিতভাবে ও মৌখিকভাবে জানানোর পরও পুর পরিষদ কর্তৃপক্ষের উদাসীনতায় পাড়াবাসীরা  চরম ক্ষুব্ধ বলে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *