অবৈধভাবে মাছ ধরার ওপর নিয়ন্ত্রণ আনতে সফল হয়েছে ভারত : পীযূষ গোয়েল

জেনেভা, ১৭ জুন (হি.স.): অবৈধভাবে মাছ ধরার ওপর নিয়ন্ত্রণ আনতে সফল হয়েছে ভারত। বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশতম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পর বললেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় তিনি বলেছেন, “যাঁরা অবৈধভাবে মাছ ধরায় লিপ্ত অথবা মাছ ধরে, কিন্তু রিপোর্ট করে না অথবা যাঁরা নিয়মের বাইরে কাজ করে-অবৈধ, অনিয়ন্ত্রিত মাছ ধরায় লিপ্ত তাঁদের ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণ আনতে সফল হয়েছি।”

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আরও বলেছেন, “কিছু দেশ এই বিষয়ে অভিজ্ঞ। গভীর সমুদ্রে মাছ ধরে, বিশ্বজুড়ে মাছ শেষ করার জন্য কিছু দেশ দায়ী। ভারত তাঁদের জন্য একটি নিয়ম আনতে সফল হয়েছে। এটি ভারতের জন্য একটি বড় জয়।” তিনি আরও বলেছেন, “আমি মনে করি ভারত ১০০ শতাংশ সাফল্য পেয়েছে। এমন একটিও বিষয় নেই যে জন্য আমাদের উদ্বিগ্ন হয়ে দেশে ফিরে যেতে হবে।” প্রসঙ্গত, মাইলফলক চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা। খাদ্য নিরাপত্তা, ই-কমার্স, ফিশারিজের উপর ফোকাস করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *