ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন। । পূর্বাঞ্চলীয় জাতীয় জুডো প্রতিযোগিতা হবে মনিপুরের ইম্ফলে। ২৭-৩০ আগস্টে আসর হবে সাব জুনিয়র, জুনিয়র এবং ক্যাডেটের বালক এবং বালিকা বিভাগে। আসরে অংশ নেবে ত্রিপুরা। দলগঠনের লক্ষ্যে ত্রিপুরা দলের নির্বাচনী শিবির ১৯ জুন। ওই দিন সকাল ৯ টায় উদয়পুর বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে হবে নির্বাচনী শিবির। কোচ এবং অফিসিয়ালদের ওইদিন যথাসময়ে উদয়পুর বালিকা বিদ্যালয়েনবরাম কৃষ্ণ কলই-এর কাছে রিপোর্ট করতে রাজ্য জুডো সংস্থার যুগ্ম সচিব কিশোর দাস অনুরোধ করেছেন।
2022-06-17