Earthquake : জম্মু ও কাশ্মীরে ৫.০ মাত্রার ভূমিকম্প

জম্মু, ১৭ জুন ( হি. স.) : শুক্রবার ফের ভূমিকম্প অনুভূত হল জম্মু ও কাশ্মীরে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.০। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত।

শুক্রবার দুপুর ২টা ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এর গভীরতা ছিল ২১৬ কিমি। এখন পর্যন্ত এসব ভূমিকম্পে কোনো প্রাণ বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত ১৪ জুনও জম্মু ও কাশ্মীরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা মাপা হয়েছে ৫.১।