ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।। মুষলধারে বৃষ্টিতে পরিত্যক্ত হলো ম্যাচ। শান্তির বাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটের। শুক্রবার বাইখোরা স্কুল মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিলো জোলাইবাড়ি স্কুল এবং উত্তর তাউখোমা স্কুলের। কিন্তু বৃহস্পতিবার রাত থেকেই মুষলধারে বৃষ্টি হওয়ায় মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। ফলে বাধ্য হয়েই খেলা স্থগিত রাখা হয়। এদিন প্রায় সারা দিনই বৃষ্টি হয়। ফলে আগামী কয়েকদিন আসরের খেলা করার সম্ভবত সম্ভব হবে না উদ্যোক্তাদের। প্রসঙ্গত: বৃহস্পতিবার আসরের উদ্বোধনী ম্যাচে বাইখোরা স্কুল জয়লাভ করেছিলো
2022-06-17