নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ জুন৷৷ আবারো ভয়াবহ যান দুর্ঘটনা অসম-আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া খামথিং বাড়ি এলাকায় বৃহস্পতিবার৷ বিএসএফ -এর বাস গাড়ি এবং একটি ১২ চাকা লরির মুখোমুখি সংঘর্ষে আহত দুজন৷ গুরুতর আহত হয়েছে লরির চালক৷ বর্তমানে তার চিকিৎসা চলছে আগরতলা জিবি হাসপাতালে৷
জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন অসম-আগরতলা জাতীয় সড়ক ধরে এনএল০১ এবি ৯৫৮৪ নম্বরে একটি দূরপাল্লা লরি আগরতলার দিক থেকে বহি রাজ্যের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু অসম-আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া খামথিং বাড়ি এলাকায় আসা মাত্রই বাঁক নিতে গিয়ে অপর দিক থেকে আসা টিআর০১-ই-৫১২০ নম্বরের বিএসএফের বাস গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ জানা যায়, বিএসএফ এর বাস গাড়িটি পানিসাগর থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল৷ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে লরিতে থাকা লরির চালক ও সহ দু’জনেই আহত হয়৷ লরি চালক দীর্ঘ কয়েক ঘন্টা দুর্ঘটনা গ্রস্ত লরির মধ্যেই আটকে থাকে৷ পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরে কর্মীরা৷
খবর পেয়ে তড়িঘড়ি অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করে, সেইসঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় ত্রিপুরা স্টেট রাইফেলসের ১২ নং ব্যাটেলিয়ানের বিপর্যয় মোকাবিলার দল৷ দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টার পর লরির চালককে উদ্ধার করতে সক্ষম হয় অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মী সহ বিপর্যয় মোকাবেলার দলটি৷ লরির চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তড়িঘড়ি তাকে ঘটনাস্থল থেকে উদ্ধারের পর জি.বি.পি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য বি.এস.এফ-এর একটি অ্যাম্বুলেন্সযোগে এবং লরির সহ চালককে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সহ ট্রাফিক ডি.এস.পি বিক্রমজিৎ শুক্ল দাস এবং বিশাল পুলিশবাহিনী৷
এই যান দুর্ঘটনার ফলে জাতীয় সড়কের রাস্তার দুপাশে আটকে পড়ে শতাধিক যানবাহন এবং সৃষ্টি হয়ে যান যানজটের৷ দীর্ঘ আড়াই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়৷

