উদয়পুর, ১৬ জুন : সাতসকালেই মন্দির নগরী উদয়পুরে যান দুর্ঘটনা ঘটেছে। বাইক ও গাড়ির সংঘর্ষে দুজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উদয়পুর রমেশ চৌমুহনী এলাকায়।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা খবর দেয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময় ঘটনাস্থলে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং বাইক আটক করে থানায় নিয়ে গেছে। ঘটনায় বাইক এবং গাড়ি দুটোই একেবারে দুমড়ে-মুচড়ে গেছে। মূলত উচ্চ গতির কারণে এই দুর্ঘটনা বলে অভিমত স্থানীয়দের।