শ্রীনগর, ১৬ জুন (হি.স.): আগামী ৩০ জুন থেকে শুরু হচ্ছে বার্ষিক অমরনাথ যাত্রা, তার আগে বৃস্পতিবার শ্রীনগর ও অমরনাথের মধ্যে হেলিকপ্টার পরিষেবার সূচনা করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। পাশাপাশি অমরনাথ যাত্রার জন্য অনলাইন হেলিকপ্টার বুকিং পোর্টালও চালু করেছেন তিনি। উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, “এমন অনেক মানুষ আছেন যারা দিল্লি থেকে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং একই দিনে ফিরে যেতে ইচ্ছুক। এই পরিষেবা তাঁদের জন্য সহায়ক হবে। যারা ভুয়ো বুকিং নিচ্ছেন, তাঁদের দিকে আমাদের নজর দিতে হবে। আমাদের পরিষেবার অপব্যবহার করা উচিত নয়।”
অমরনাথ যাত্রার জন্য অনলাইন হেলিকপ্টার বুকিং পোর্টাল চালু করার পর উপ-রাজ্যপাল মনোজ সিনহা টুইট করে জানিয়েছেন, শ্রী অমরনাথ জি যাত্রার জন্য অনলাইন হেলিকপ্টার বুকিং পরিষেবা পোর্টাল চালু হয়েছে৷ প্রথমবারের মতো, ভক্তরা স্বাচ্ছন্দ্যে সরাসরি শ্রীনগর থেকে পঞ্চতার্নি পর্যন্ত ভ্রমণ করতে পারবেন এবং একই দিনে পবিত্র যাত্রা সম্পন্ন করতে পারবেন। সিনহা জানিয়েছেন, শ্রীনগর থেকে তীর্থযাত্রীদের জন্য হেলিকপ্টার পরিষেবা চালু করার জন্য সরকারের দীর্ঘমেয়াদী প্রচেষ্টা ছিল।
এদিন শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের সিইও নীতিস্বর কুমার জানিয়েছেন, শ্রাইন বোর্ড বৃহস্পতিবার থেকে হেলিকপ্টার পরিষেবা শুরু করেছে। আমরা আপাতত হেলিকপ্টার পরিষেবা শ্রীনগর থেকে নুনওয়ান এবং নীলগ্রাঠ পর্যন্ত শুরু করছি, এর ফলে এক দিনের মধ্যে যারা আসতে এবং ফিরে আসতে চান তাঁরা উপকৃত হবেন।

