রাঁচি, ১৬ জুন ( হি. স.) : আগামী ২৭ জুন রাহুল গান্ধীর দায়ের করা পিটিশনের শুনানি হবে ঝাড়খণ্ড হাইকোর্টে। অনিবার্য কারণে বৃহস্পতিবার এ মামলার শুনানি করা যায়নি। বিচারপতি এস কে দ্বিবেদীর আদালতে মামলাটি চলছে। আদালত রাহুল গান্ধীর বিরুদ্ধে যে কোনও বলপূর্বক পদক্ষেপে স্থগিতাদেশ অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, নিম্ন আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করা হয়েছিল। এতে তার একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে অভিযোগ করা হয়েছে যে তিনি বলেছেন যে ‘সব মোদী নাম ওয়ালে চোর হো হ্যায়’। এই বক্তব্য একটি বিশেষ বর্ণের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। তাই মোদী পদবির আবেদনকারী মানহানির মামলা দায়ের করেন।