আগরতলা, ১৬ জুন : আগামী ২৩ জুন রাজ্যের চারটি আসনে উপনির্বাচন। তাই নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে নির্বাচনী কেন্দ্র গুলিকে। নির্বাচনের দিনক্ষন এগিয়ে আসতেই তোড়জোড় শুরু হয়েছে নির্বাচন কমিশনের। বৃহস্পতিবারও বিভিন্ন যানবাহন ও স্থানে তল্লাশি চালানো হয় নির্বাচনী কেন্দ্রগুলোতে।
৬ আগরতলা ও ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে নাকা চেকিং চালানো হচ্ছে। এদিন বেশ কিছু স্থানে যানবাহন দাঁড় করিয়ে চলে তল্লাশি। রাম নগর পুলিশ ফাঁড়ির সামনে এদিন নাকা চেকিং চালানো হয়। এদিন সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটি টিম নাকা চেকিং চালায়। এরপর অপর দল এসে এই কাজের দায়িত্ব নেয়। এভাবে ২৪ ঘণ্টা তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন জনৈক অফিসার। নির্বাচন পর্যন্ত এই নাকা চেকিং চলবে বলে জানান তিনি।

