মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়াপাহাড় জেলার সাধারণ ও পুলিশ প্রশাসনের সতর্কতা জারি
সোনাপুর (মেঘালয়), ১৬ জুন (হি.স.) : ফের গুয়াহাটি-বরাক ৬ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। পাহাড় থেকে রাস্তা ফুঁড়ে প্রবাহিত পাহাড়ি জলের হড়কা বানে সড়কটি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙা সড়কে ঝুলছে পণ্যবাহী ট্রাক। ট্রাকের নীচে মুখ থুবড়ে উল্টে পড়েছে যাত্রীবাহী একটি ইনোভা কার। তবে সৌভাগ্যবলে ভয়াবহ এই বিপর্যয়ে প্রাণহানীর কোনও খবর পাওয়া যায়নি।
ঘটনা গতকাল বুধবার রাতে ৬ নম্বর জাতীয় সড়কের সোনাপুর এবং লুমসুলুম এলাকায় সংঘটিত হয়েছে৷ এছাড়া সোনাপুর থেকে কাছাড় (অসম) জেলার রাতাছড়া পর্যন্ত আরও কয়েকটি জায়গায় ধস পড়েছে বলে খবর পাওয়া গেছে। ফলে দেশের অন্য অংশের সঙ্গে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়ে গেছে বরাক উপত্যার তিন জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি এবং ত্ৰিপুরা, মিজোরাম ও মণিপুরের একাংশ৷
এই পরিস্থিতিতে মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়াপাহাড় জেলার জেলাশাসক সতর্কতা জারি করে বলেছেন, ৬ নম্বর জাতীয় সড়কটি বিপজ্জনক অবস্থায় রয়েছে৷ তাই যে কোনও ধরনের যানবাহন, এমন-কি হালকা গাড়িঘোড়া যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করে বলেছেন, ভারী বৃষ্টিপাতের দরুন গোটা মেঘালয়ের পাশাপাশি নংস্নিং এবং রাতাছড়ার মধ্যবর্তী এলাকার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক৷ এমন-কি লামশ্নঙে অবস্থিতি টোলপ্লাজাও ধস ও জলের ধাক্কায় তলিয়ে গেছে৷ তাই ভয়াবহ পরিস্থিতিতে সর্বসাধারণকে ওই পথে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ তবে আবহাওয়া অনুকূলে থাকলে সড়ককে মেরামত করে সচল করতে দু-একদিন সময় লাগবে, বিজ্ঞপ্তিতে বলেছেন ইস্ট জয়ন্তিয়াপাহাড়ের জেলাশাসক।
এদিকে ইস্ট জয়ন্তিয়াপাহাড়ের পুলিশ সুপারও প্রায় একই নিষেধাজ্ঞা জারি করে সবধরনের যানবাহনকে ৬ নম্বর জাতীয় সড়কে যাতায়াত করতে বারণ করেছেন।

