Anthony Fauci: করোনায় আক্রান্ত অ্যান্থনি ফাউসি, রয়েছেন বাড়িতেই

ওয়াশিংটন, ১৬ জুন (হি. স.) : করোনায় আক্রান্ত হলে অ্যান্থনি ফাউসি । স্থানীয় সময় বুধবার অ্যান্টিজেন টেস্টে জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত। আপাতত বাড়িতেই রয়েছেন অ্যান্থনি ফাউসি।

ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) জানিয়েছে, বাড়িতে বসে কাজ চালিয়ে যাবেন ফাউসি। তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ আছে। ফাউচির বয়স এখন ৮১ বছর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান মেডিকেল উপদেষ্টা তিনি। ফাউসি ইতিমধ্যে করোনা টিকার প্রথম দুই ডোজ ও দুটি বুস্টার ডোজ নিয়েছেন। সম্প্রতি তিনি বাইডেনের সংস্পর্শে আসেননি বলে জানিয়েছে এনআইএইচ।